ছবি
সকালবেলার খিদে
এই সিরিজের উপরে এখনো কাজ চলছে। ভাবনা সম্পুর্ন নয় তবে যা ভাবা হইল সেটাই লিখিত আকারে থাকুক -
এই ছবিগুলো টাকার শক্তির সমালোচনা করে। পুজিবাদি দেশের ভোগবাদি সংস্কৃতির খাই খাই স্বভাব এর দিকে আঙ্গুল তাক করে। বিজ্ঞাপন এবং টাকা বানানোর আরো ফন্দিফিকিরের দরুন যেসব ভাষা আমাদের সবার মুখে মুখে চলে এসেছে, এখানে তাদের ব্যাবহার করা হয় সম্পুর্ন উলটোদিকের ছবির উপর। এই ঐতিহাসিক এবং সমসাময়িক ছবিগুলোর সবই কোন এক দিক থেকে টাকা এবং টাকা দিয়ে পাওয়া ক্ষমতা ভোগ করার চরম চেষ্টার উদাহরন। বিজ্ঞাপনের লাস্যময়ী ভাষার সাথে চরমপন্থি ছবির এই সম্মেলনে ভোগবাদের খোলসের নিচে বিরাজমান ডিসটোপিয়ার কথা বলতে চায়।

এই সিরিজের উপরে এখনো কাজ চলছে। ভাবনা সম্পুর্ন নয় তবে যা ভাবা হইল সেটাই লিখিত আকারে থাকুক -
এই ছবিগুলো টাকার শক্তির সমালোচনা করে। পুজিবাদি দেশের ভোগবাদি সংস্কৃতির খাই খাই স্বভাব এর দিকে আঙ্গুল তাক করে। বিজ্ঞাপন এবং টাকা বানানোর আরো ফন্দিফিকিরের দরুন যেসব ভাষা আমাদের সবার মুখে মুখে চলে এসেছে, এখানে তাদের ব্যাবহার করা হয় সম্পুর্ন উলটোদিকের ছবির উপর। এই ঐতিহাসিক এবং সমসাময়িক ছবিগুলোর সবই কোন এক দিক থেকে টাকা এবং টাকা দিয়ে পাওয়া ক্ষমতা ভোগ করার চরম চেষ্টার উদাহরন। বিজ্ঞাপনের লাস্যময়ী ভাষার সাথে চরমপন্থি ছবির এই সম্মেলনে ভোগবাদের খোলসের নিচে বিরাজমান ডিসটোপিয়ার কথা বলতে চায়।
এই সিরিজের উপরে এখনো কাজ চলছে। ভাবনা সম্পুর্ন নয় তবে যা ভাবা হইল সেটাই লিখিত আকারে থাকুক -
এই ছবিগুলো টাকার শক্তির সমালোচনা করে। পুজিবাদি দেশের ভোগবাদি সংস্কৃতির খাই খাই স্বভাব এর দিকে আঙ্গুল তাক করে। বিজ্ঞাপন এবং টাকা বানানোর আরো ফন্দিফিকিরের দরুন যেসব ভাষা আমাদের সবার মুখে মুখে চলে এসেছে, এখানে তাদের ব্যাবহার করা হয় সম্পুর্ন উলটোদিকের ছবির উপর। এই ঐতিহাসিক এবং সমসাময়িক ছবিগুলোর সবই কোন এক দিক থেকে টাকা এবং টাকা দিয়ে পাওয়া ক্ষমতা ভোগ করার চরম চেষ্টার উদাহরন। বিজ্ঞাপনের লাস্যময়ী ভাষার সাথে চরমপন্থি ছবির এই সম্মেলনে ভোগবাদের খোলসের নিচে বিরাজমান ডিসটোপিয়ার কথা বলতে চায়।

HUHU
"After coming back to Bangladesh, there weren’t a lot of people who looked like me. There were a lot of cis spaces and lot of gay men."

PUJA
Growing up, my parents would always tell us, “This country [Bangladesh] is not for you."