top of page

ছবি

সড়ক দুর্ঘটনা

মৃত্যু নিয়ে প্রায়ই ভাবা হয়। পুরো মানবজাতির ইতিহাসের-ও একটা বড় অংশ ব্যায় হয়ে যায় আমাদের জিবনের সাময়িকতাকে বোঝার পেছনে। বিজ্ঞান থেকে ধর্ম কেউ এই চর্চার বাইরে না। 

তবে আমাদের চারপাশে প্রতিদিন নিয়ম করে অনেক জিবনের সমাপ্তি দেখা যায় যা আমাদের সেভাবে ভাবায় না। অবচেতন মন ঠিক করে দেয় কোন জীবন কখন মুল্যবান।

অস্টিনে আমার অফিস থেকে কফিশপে প্রতিদিন সকালে ৫ মিনিটের হাটাপথ। ছবিগুলো সেসময় তোলা। 

bottom of page