top of page

Image.Video

দেম - মিরপুর চিড়িয়াখানার ছবি 

মিরপুর চিড়িয়াখানায় গিয়ে যেই ব্যাপারটা প্রথমে লক্ষ্য করলাম, যে সেখানকার প্রাণীগুলো খুব একটা ভাল অবস্থাতে নাই। সেই সাথে আরো একটা ব্যাপার লক্ষ্য করলাম যে, দর্শনার্থিদের এ ব্যাপারে কিছুই যায় আসে না। তারা হাতি বাঘ, সিংহ ইত্যাদি এক ঝলক দেখতে পেয়েই খুশি । নিঃশ্বাস নিচ্ছে সেটাই যথেষ্ট, হার জিরজিরে হয়ে যে মৃতপ্রায় হয়ে বেঁচে আছে সেটা তাদের কাছে কোন বিষয় না । 

প্রাকৃতিক যায়গা থেকে উঠিয়ে নিয়ে এসে, প্রাণীগুলোকে এমন একজায়গায় রাখা হয়েছে যা মানুষের জন্য আনন্দদায়ক। আমাদের চিড়িয়াখানায় প্রাণী যেরকম বেমানান, আমার ছবিতেও আমি প্রানীকে সেরকম বেমানান দেখাতে চেয়েছি। কুমির যেভাবে এক কালারের রঙ্গিন ব্যাকগ্রাউন্ড এ অবাস্তব, সেই একই ভাবে সে চিড়িয়াখানার শব্দ দূষিত রেস্টুরেন্টের পাশেও অবাস্তব । এজন্য তার সার্বিক অবস্থা প্রকাশ করার চেষ্টায় সে ব্ল্যাক এন্ড হোয়াইট, আর তার "ফিনিশিং" ভাল না । 

এটা আমার মতামত, আপনি চাইলে আপনার নিজের মত করে ছবিটা ইন্টারপ্রেট করতে পারেন ।

Them - Read More
bottom of page