top of page

ইন্সটলেশন

কোনটা আসল?

এই রাজনৈতিক ব্যাক্তিত্বদের প্রতিটি ছবি দেখতে এক রকম হলেও এদের ভেতর খুবই সুক্ষ কিছু ফারাক রয়েছে। এর ভেতরে শুধু একটি ছবি আছে যাকে কোনরূপে পরিবর্তন করা হয় নি। জিনিশটা এমনভাবে বানানো যে আমি আর্টিস্ট নিজেও এখন আর জানি না যে সেই "বিশুদ্ধ" ছবিটি কোথায়।

রাজনৈতিক ব্যাক্তিত্বের ব্যাপারে আমার মতামত এই যে, আমরা সাধারন জনগন কোনদিন-ই তাদের সম্পুর্ন রূপে চিনতে সক্ষম হতে পারি না এবং পারবো না। আমাদের হয়তো মাঝে মাঝে মনে হতে পারে যে আমি তাকে চিনতে পেরেছি, কিন্তু এ ব্যাপারে কখনই আমরা সম্পুর্ন নিশ্চিত হতে পারবো না। 

Optimized.gif
ez gidf.gif
bottom of page