top of page
ছবি
থিংস দ্যাট ব্রেক মাই হার্ট
এই তিনটা ছবির শুরু আমাকে পাঠানো তিনটা টেক্সট ম্যাসেজ থেকে। লিখিত উত্তর দেয়ার সামর্থ হয় নাই। কাজেই ছবির মাধ্যমে উত্তর।
১। “ আমার একা একা থাকতেই বেশি ভালো লাগে।”
২। “আমার চিন্তাভাবনা ধ্যানধারণা অনেকক্ষেত্রেই আমাকে পরিবর্তন করেছে। আমি আমার নিজের ব্যাপারে এখন আর খুব বেশি চিন্তা করতে পারি না।”
৩। আমি একদিন ফুরিয়ে যেতে পারি । আমি একরকম একগুয়ে ধরনের মানুষ যার কাছে সবসময় সাফল্য আগে। বন্ধুত্ব পরে। তুমি দেখো, আমি এই সাফল্য তাড়া কে বেড়াতে গিয়ে ঠিক একদিন হারিয়ে যাব।
bottom of page