top of page
ছবি
ট্রেইটর মেমরিজ - বিশ্বাসঘাতক স্মৃতি
“যখন আপনি কোন কিছুর ছবি তুলবেন, আপনি সেই সময়টাকে চিরকালের জন্য বাঁচিয়ে রাখলেন।”
-ছবি নিয়ে এ জাতীয় কথা আমরা কমবেশি সবাই শুনেছি। কথাটা ঠিক না।
আমার, বড় হওয়া, শেখা আর বেঁচে থাকার পুরোটাই বাংলাদেশে, ঢাকায়। এই ঢাকা থেকে দূরে থাকি বছর তিনের মত হল। বুঝতেছি যে এই অল্প কিছুদিনের মধ্যেই আমি আমার দেশের জীবন থেকে বিচ্ছিন্ন হতে শুরু করেছি। ঢাকার রাস্তার অসংখ্য ফোটোওয়াক, আড্ডা, কাজের ফাকে তোলা অনেক ছবি এখন আর পরিচিত মনে হয় না। ছবিগুলা আমার নিজের তোলা কিন্তু কবে তুলেছি, কখন তুলেছি সেগুলা কিছুই মনে করতে পারি না।
ঢাকা শহরকে পেছনে রেখে জীবন অতি অতি অতি অতি অতি দ্রুত এগুচ্ছে। ঢাকার আর আমার মধ্যে দুরত্ব বাড়ছে । তাকে ঠেকাবার উপায় কি?
bottom of page